Home আন্তর্জাতিক বাংলাদেশের ওপর থেকে করোনা নিষেধাজ্ঞা তুলে নিল ফ্রান্স

বাংলাদেশের ওপর থেকে করোনা নিষেধাজ্ঞা তুলে নিল ফ্রান্স

SHARE

বাংলাদেশের ওপর থেকে কোভিড নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফ্রান্স। প্যারিসের বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (৩ মার্চ) এ কথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্রান্স কোভিড-১৯ বিধিনিষেধের ক্ষেত্রে বাংলাদেশকে ‘সবুজ’ তালিকাভুক্ত করেছে। এ সিদ্ধান্ত ৩ মার্চ থেকেই কার্যকর হবে।

ফ্রান্স সেই দেশগুলোকে ‘সবুজ’ হিসেবে বিবেচনা করে যেখানে ভাইরাসের প্রভাব নগণ্য বা মাঝারি বা অনুপস্থিত রয়েছে।

ফরাসি সরকারের সর্বশেষ সিদ্ধান্তের কারণে বাংলাদেশ থেকে আসা যাত্রী, যারা টিকা নিয়েছেন তাদের কোভিড পরীক্ষার প্রয়োজন হবে না।