Home খেলা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে মাশরাফির

বিশ্বাস করতে কষ্ট হচ্ছে মাশরাফির

SHARE

অস্ট্রেলিয়ার স্পিন কিংবদন্তি শেন ওয়ার্ন আর নেই। বিশ্বাস করতেও কষ্ট হচ্ছে বাংলাদেশের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার। স্পিন জাদুকরের মৃত্যুতে শোকস্তব্ধ তিনিও।

শুক্রবার হঠাৎ আসে ওয়ার্নের মৃত্যুর খবরটি। মাত্র ৫২ বছর বয়সেই না ফেরার দেশে চলে গেছেন টেস্টে ৭০৮ উইকেটের মালিক। মহাতারকার মহাপ্রয়াণে শোকস্তব্ধ মাশরাফি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘খবরটা শুনে হতবাক হয়ে গেলাম, বিশ্বাস করতে কষ্ট হচ্ছিলো!

বর্ণাঢ্য ১৫ বছরের ক্যারিয়ারে ওয়ার্ন স্পিন জাদুতে মোহাবিষ্ট করেছেন পুরো ক্রিকেট বিশ্বেকে। সারা বিশ্বেই ছড়িয়ে ছিটিয়ে আছে তার অগনিত ক্রিকেট ভক্ত। মাশরাফিও তাদের মধ্যে একজন।

পৃথিবী থেকে আরও একজন জাদুকর হারিয়ে গেলেন, মনে করছেন মাশরাফি। তিনি লিখেছেন, ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ ক্রিকেটারদের মধ্যে তিনি অন্যতম- তিনি একজন জাদুকর, প্রতিভার ভান্ডার! সে যখন তার বল ছাড়ার আগে একটু বিরতি নিতো, তখন ক্রিকেটপ্রেমীদেরও অপেক্ষা শুরু হতো আরেকটা যাদু দেখার জন্য। আর দেখা হবেনা সেই যাদু। পৃথিবী থেকে হারিয়ে গেলেন আরেকজন ‘জাদুকর’। ওপারে ভালো থাকবেন, ওয়ার্ন!’