Home আইন আদালত মামলার জট কমিয়ে আনা বিচার বিভাগের বড় চ্যালেঞ্জ : আইনমন্ত্রী

মামলার জট কমিয়ে আনা বিচার বিভাগের বড় চ্যালেঞ্জ : আইনমন্ত্রী

SHARE

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, মামলার জট কমিয়ে আনা বিচার বিভাগের বড় চ্যালেঞ্জ। এ বিষয়ে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

আজ রবিবার সকালে জিপি-পিপি আয়োজিত প্রশিক্ষণ কোর্সে ভার্চুয়ালি অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, মামলার জট বেড়েছে। করোনার কারণে আরও বাড়ার কথা ছিল। কিন্তু ভার্চুয়াল কোর্ট আইন করে দুই লাখ মামলা নিষ্পত্তি করতে পেরেছি। এই আইন না করলে এই দুই লাখ মামলা যুক্ত হতো। করোনার আগে যেসব মামলা নিষ্পত্তির অপেক্ষায় ছিল, এখনো সেটাই আছে। আমরা কিছুটা হলেও কমাতে পেরেছি। এছাড়া, বিচারবিভাগ আধুনিকায়ন করতে ২ হাজার ২০০ কোটি টাকার ই জুডিশিয়ার প্রকল্প নেয়া হয়েছে।

ভার্চুয়ালি আদালত পরিচালনায় তথ্যপ্রযুক্তি আইন প্রণয়ন করা হয়েছে জানিয়ে আনিসুল হক বলেন, দেশব্যাপী বিচারবিভাগে উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে। বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, তাই আইনজীবীদের দুর্নীতি থেকে দূরে থাকতে হবে।