Home আন্তর্জাতিক উত্তর কোরিয়া আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পরীক্ষা করেছে : যুক্তরাষ্ট্র

উত্তর কোরিয়া আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পরীক্ষা করেছে : যুক্তরাষ্ট্র

SHARE

যুক্তরাষ্ট্র বলেছে, উত্তর কোরিয়া সম্প্রতি নতুন আন্তমহাদেশীয় ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিএমবি) কিছু অংশের পরীক্ষা চালিয়েছে। এই পরীক্ষাকে তারা ‘মারাত্মক উত্তেজনা বৃদ্ধি’ আখ্যা দিয়েছে।

পিয়ংইয়ং জানায়, গত ২৬ ফেব্রুয়ারি এবং ৪ মার্চ তারা যা উৎক্ষেপণ করেছে সেগুলো পর্যবেক্ষণ স্যাটেলাইট উন্নয়নের প্রতি নজর রেখে করা হয়েছে। তবে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন এখন বলছে, এগুলো ছিল পরীক্ষামূলক উৎক্ষেপণ। সম্ভবত পূর্ণ-পাল্লার আইসিএমবি উৎক্ষেপণের আগে এসব পরীক্ষা চালানো হয়েছে বলে দাবি তাদের।

আইসিএমবির সর্বনিম্ন পাল্লা ৫ হাজার ৫০০ কিলোমিটার। অর্থাৎ এগুলো যুক্তরাষ্ট্র পর্যন্ত পৌঁছাতে সক্ষম। এগুলো পারমাণবিক অস্ত্র বহনের জন্য নকশা করা।

বৃহস্পতিবার পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেন উত্তর কোরিয়ার পরীক্ষা দুইটি ‘নতুন আন্তমহাদেশীয় ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত’। তিনি দাবি করেন এর কোনও পরীক্ষাতেই আইসিএমবির পাল্লা কিংবা সক্ষমতা প্রদর্শন করা হয়নি। কিন্তু এই পরীক্ষাগুলো চালানো হয়েছে, নতুন সিস্টেম মূল্যায়ন করতে।

পেন্টাগন মুখপাত্র বলেন, ‘যুক্তরাষ্ট্র এসব উৎক্ষেপণের কঠোর নিন্দা করছে, এগুলো জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একাধিক গৃহীত প্রস্তাবের লঙ্ঘন আর বলার অপেক্ষা রাখে না এগুলো উত্তেজনা বাড়াবে এবং আঞ্চলিক স্থিতিশীলতাকে ঝুঁকিতে ফেলবে।’
খবর বিবিসি