Home আন্তর্জাতিক বেলারুশের ৩ ব্যাংকের সম্পদ জব্দ করবে জাপান

বেলারুশের ৩ ব্যাংকের সম্পদ জব্দ করবে জাপান

SHARE

জাপান বেলারুশের তিন ব্যাংকের সম্পদ জব্দ করবে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনে দেশটি সমর্থন দেয়ায় মিনস্কর ওপর নিষেধাজ্ঞা জোরদার করার ব্যাপারে ইইউর দেশগুলো সম্মত হওয়ার কয়েকদিন পর জাপান এ ধরনের ঘোষণা দিলো।

বৃহস্পতিবার সরকারি সূত্রের উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা এএফপি এ খবর জানায়।

রাশিয়ার বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও রপ্তানির ওপর ধারাবাহিক নিষেধাজ্ঞা আরোপ করে মস্কোকে চাপের মুখে রাখতে জাপান তাদের জি৭ অংশীদার দেশের সাথে কাজ করায় বেলারুশের ওপর টোকিওর সর্বশেষ নিষেধাজ্ঞা আরোপের এ ঘোষণা এলো। আগামী ১০ এপ্রিল থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

এর আগে জাপান বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেনকোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

এ সপ্তাহের গোড়ার দিকে ইউরোপীয় ইউনিয়ন ক্রেমলিনের হামলায় দেশটির সংশ্লিষ্টতা থাকায় বৈশ্বিক সুইফট বার্তা ব্যবস্থা থেকে বেলারুশের তিন ব্যাংককে বাদ দেয়ার পদক্ষেপ গ্রহণ করে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জাপানে থাকা সম্পদ জব্দ হতে যাওয়া বেলারুশের এ তিন ব্যাংকের নাম হচ্ছে বেলাগ্রপ্রমব্যাংক, ব্যাংক দাব্রাবিত ও ডেভলোপমেন্ট ব্যাংক অব রিপাবলিক অব বেলারুশ।