Home আইন আদালত রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬৯

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬৯

SHARE

রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল ছয়টা থেকে থেকে শুক্রবার (১১ মার্চ ) সকাল ছয়টা থেকে পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে আট হাজার চারশ ৪০ পিস ইয়াবা, ৫০ গ্রাম ৩০৫ পুড়িয়া হেরোইন, ১০ কেজি ৮৯০ গ্রাম ২৫ পুরিয়া গাঁজা, ১০টি নেশাজাতীয় ইনজেকশন, ৩৯৮ বোতল ফেনসিডিল, ২১ দশমিক ৬ লিটার দেশি মদ ও ১৬ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৬টি মামলা করা হয়েছে।