Home আন্তর্জাতিক মারিওপোলের কয়েক হাজার বাসিন্দাকে রাশিয়ায় পাঠানো হচ্ছে : মেয়র

মারিওপোলের কয়েক হাজার বাসিন্দাকে রাশিয়ায় পাঠানো হচ্ছে : মেয়র

SHARE

রুশ বাহিনীর সামরিক অভিযানে অবরুদ্ধ হয়ে পড়া ইউক্রেনের মারিওপোল শহর থেকে কয়েক হাজার বাসিন্দাকে রাশিয়ায় পাঠানো হয়েছে। স্থানীয় সময় শনিবার (১৯ মার্চ) রাতে মারিওপোলের মেয়র ভাদিম বয়চেনকো এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসির।

এক টেলিগ্রাম বার্তায় মারিওপোলের মেয়র বলেন, ‘পুরো শহর রুশ বাহিনীর দখলে চলে গেছে। শহরের সীমান্তবর্তী রাশিয়ার প্রত্যন্ত এলাকায় কয়েক হাজার বাসিন্দাকে পাঠানো হয়েছে। শহরের অন্য বাসিন্দাদের ভাগ্যে ঠিক কী ঘটছে, তা অজানা।’

তিনি আরও বলেন, ‘দখলদার রুশ বাহিনী আজ যা করছে, তা আমাদের আগের প্রজন্মের কাছে অতি পরিচিত। বিশেষ করে যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়ঙ্কর চিত্র দেখেছিলেন। নাৎসিরা জোর করে মানুষদের ধরে নিয়ে গিয়েছিল, মারিওপোলের চিত্রও এখন ঠিক তেমন।’

মেয়র ভাদিম বয়চেনকো আরও বলেন, ‘একটি স্বাধীন-সার্বভৌম দেশের নাগরিককে এক দেশ থেকে অন্য দেশে নির্বাসিত করা হচ্ছে। একবিংশ শতাব্দীতে এটা কল্পনা করা সত্যিই কঠিন।’

রুশ বাহিনীর পুরোপুরি দখলে ইউক্রেনের বন্দরনগরী মারিওপোল শহর। এ শহরে প্রায় তিন লাখ ইউক্রেনীয় আটকে পড়েছে। রাশিয়ান বাহিনী শহরটিকে অবরুদ্ধ করে রেখেছে। ফলে সেখানকার বাসিন্দাদের জন্য খাদ্য, ওষুধসহ প্রয়োজনীয় সহায়তা সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে পড়েছে।

মারিওপোলের ৮০ শতাংশ আবাসিক ভবন রুশ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরটির হাসপাতাল, চার্চেও হামলা চালিয়েছে রুশ সেনারা। গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান ‍শুরুর পর থেকে শহরটিতে সম্মুখযুদ্ধ চলছে।