বলিউডের জনপ্রিয় অভিনেত্রী অনিল কাপুরকন্যা সোনম কাপুর। গত মাসে অন্তঃসত্ত্বা হওয়ার খবর সবাইকে জানিয়েছিলেন তিনি। এবার ‘বেবি বাম্প’ নিয়ে ফটোশুটের ছবি শেয়ার করে সবার সামনে এলেন তিনি।
ধবধবে সাদা সিল্কের শাড়ি গায়ে জড়িয়ে আবু জানির জন্মদিন পার্টিতে হাজির হয়েছিলেন সোনম। আউটফিটের ফাঁকে এ অভিনেত্রীর বেবিবাম্প স্পষ্ট। সেই ছবিই ইন্সট্রাগ্রামে শেয়ার করেছেন সোনম কাপুর।
শেয়ার করা ওই ছবিতে আইভরি শাড়ি পরা সোনমের চুল খোলা, কানে ও গলায় ভারী গয়না রয়েছে। সোনমের ছবি দেখে ভক্তরাও শুভেচ্ছায় ভাসিয়েছেন মন্তব্যে।
পিঙ্কভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, সোনম কাপুরের অন্তঃসত্ত্বার চতুর্থ মাস চলছে। চলতি বছরের আগস্টের তৃতীয় সপ্তাহে তার সন্তান প্রসবের সম্ভাবনা রয়েছে।
২০১৮ সালের ৮ মে আনন্দ আহুজার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন অভিনেত্রী। সোনম ও আনন্দের পরিবারের সবাই নতুন সদস্যকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন