বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। সম্প্রতি তার নতুন সিনেমার শুটিং শুরু হবে। তিনি ভারতীয় বিখ্যাত নারী ফার্স্ট বোলার ঝুলন গোস্বামীর বায়োপিকে কাজ করবেন। সিনেমার নাম ‘চাকদা এক্সপ্রেস’। সিনেমাটি পরিচালনা করবেন প্রসিত রায়।
বিশ্বের ৪টি শীর্ষ ক্রিকেট স্টেডিয়ামে শুটিং হবে সিনেমাটির। শুটিং করতে প্রস্তুত দলটি। ভারতীয় গণমাধ্যম থেকে জানা যায়, আনুশকা যুক্তরাজ্যের লর্ডস স্টেডিয়ামে যাবেন। যুক্তরাজ্যের হেডিংলে স্টেডিয়ামেও শুটিং করবেন। পাশাপাশি ভারতের একটি শীর্ষ স্টেডিয়ামে শুটিং করার পরিকল্পনাও চলছে।
আরও জানা যায়, ইয়র্কশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব কর্নেশ শর্মার ক্লিন স্লেট ফিল্মজ-এর সাথে একটি নতুন স্পনসরশিপ চুক্তি ঘোষণা করেছে। যা ২০২২ মৌসুমের জন্য কার্যকর হবে। তবে নিশ্চিত যে আনুশকা এই আইকনিক স্টেডিয়ামে শুটিং করবেন।
‘চাকদা এক্সপ্রেস’ অনুপ্রেরণামূলক গল্পের সিনেমা। যেখানে ঝুলন তার লক্ষ্য অর্জনে সফল হন এবং ভারতীয় মহিলা জাতীয় ক্রিকেট দলের অধিনায়কত্ব করেন। বিশ্বের অবহেলিত সমাজের নারী ক্রিকেটারদের জন্য রোল মডেল তিনি। ২০১৮ সালে তার সম্মানে ভারত সরকার ডাকটিকিটও চালু করেছিল।
ঝুলন আন্তর্জাতিক ক্যারিয়ারে নারী ফার্স্ট বোলার হিসেবে সর্বোচ্চ সংখ্যক উইকেট নেওয়ার বিশ্ব রেকর্ড গড়েছেন। সম্প্রতি শেষ হওয়া আইসিসি বিশ্বকাপে মহিলাদের বিশ্বকাপের ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকার করেছেন।
তার চরিত্রেই এবার রুপালি পর্দায় হাজির হবেন আনুশকা শর্মা। সিনেমাটি ২০২৩ সালে মুক্তি পাবে বলে জানা যায়।