Home জাতীয় নতুন বছরে ঢাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার প্রতিজ্ঞা মেয়র আতিকের

নতুন বছরে ঢাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার প্রতিজ্ঞা মেয়র আতিকের

SHARE

নগরবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র আতিকুল ইসলাম।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দুপুরে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এই শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বার্তায় মেয়র বলেন, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। শুভ নববর্ষ। নববর্ষ সবার মাঝে জাগায় প্রাণের নতুন স্পন্দন, নতুন আশা, নতুন সম্ভাবনা। বিগত বছরের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা পেছনে ফেলে নতুন বছরে অমিত সম্ভাবনার পথে এগিয়ে যাক বাংলাদেশ- বাংলা নববর্ষে এ প্রত্যাশা করি।

নগরবাসীর উদ্দেশে মেয়র বলেন, আসুন আমরা নতুন বছরে প্রতিজ্ঞা করি, আমাদের এই প্রাণের শহর, অতি আদরের শহর ঢাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবো। সবাই মিলে একটি সুস্থ, সচল ও আধুনিক ঢাকা গড়ে তুলবো।

তিনি বলেন, নতুন বছর ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে মানুষে-মানুষে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন জোরদার করুক, সব সংকট মোকাবিলার শক্তি দান করুক এবং সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি-এই প্রার্থনা করি।