Home বিনোদন কঙ্গনার পুরনো শাড়ি পরে বিয়ে করেছেন আলিয়া!

কঙ্গনার পুরনো শাড়ি পরে বিয়ে করেছেন আলিয়া!

SHARE

বলিউডে বহুল প্রতীক্ষিত জুটি আলিয়া ভাট এবং রণবীর কাপুর। তারা ১৪ এপ্রিল আরকে স্টুডিওতে গাঁটছড়া বেঁধেছেন। অবসান ঘটেছে সকল জল্পনা কল্পনার। গেল কয়েক বছর ধরেই তাদের প্রেম ও বিয়ে ছিল বলিউডের তুমুল আলোচিত বিষয়।

বিয়ে হয়ে গেছে। তবু আলোচনা যেন থামছেই না। বিয়ের পোশাক নিয়েও চলছে শোরগোল। ট্রলের শিকার হয়েছেন আলিয়া। নেটিজেনরা কঙ্গনা রানাউতের পুরনো শাড়ির সঙ্গে মিল পেয়েছেন আলিয়ার বিয়ের শাড়ির। এরকম মিল দেখে ডিজাইনার সব্যসাচীর ওপর ক্ষুব্ধ নেটিজেনরা।

আলিয়া সূক্ষ্ম টিলা কাজের সাথে এমব্রয়ডারি করা একটি হাতে রঙ করা আইভরি অর্গানজা শাড়ি এবং একটি এমব্রয়ডারি করা হাতে বোনা টিস্যু ওড়না পরেছিলেন বিয়েতে।

২০২০ সালে কঙ্গনা তার ভাইয়ের বিয়েতে এমন নকশা করা একটি শাড়ি পরেছিলেন বলে জানা গেছে। নেটিজেন অনেকেই বলছেন ডিজাইনার ‘অলসতা’র জন্য নতুন নকশা করতে পারেননি।

বিয়ের ছবির সঙ্গে নেটিজেনরা কঙ্গনার পুরনো ছবি শেয়ার করেছেন। সেখানে দুজনকেই প্রায় একই শাড়ি পরতে দেখা গেছে। তাই দেখে একজন নেটবাসী লিখেছেন, ‘কঙ্গনার পুরনো শাড়ি পরে বিয়ে করেছেন আলিয়া!’

অন্য একজন শেয়ার করেছেন, ‘তাহলে আলিয়ার বিয়ের শাড়ি কঙ্গনার থেকে অনুপ্রাণিত?’