সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক কেইন উইলিয়ামসনের সঙ্গে টস করতে নামার কথা ছিল পাঞ্জাব কিংসের মায়াঙ্ক আগারওয়ালের। কিন্তু দেখা গেলো পাঞ্জাবের হয়ে টস করতে এসেছেন অভিজ্ঞ ব্যাটার শিখর ধাওয়ান।
জানা গেলো, পায়ের আঙুলের ইনজুরির কারণে আজকের ম্যাচটি খেলতে পারছেন না পাঞ্জাবের নিয়মিত অধিনায়ক। তাই দায়িত্ব পালন করছেন ধাওয়ান। অবশ্য টস ভাগ্য পাশে পাননি তিনি।
মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে টস জিতেছেন উইলিয়ামসন। তিনি নিয়েছেন আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। টানা তিন ম্যাচ জেতা একাদশে কোনো পরিবর্তন আনেনি হায়দরাবাদ। পাঞ্জাব একাদশে মায়াঙ্কের জায়গায় এসেছেন প্রভুসিমরান সিং।
পাঞ্জাব কিংস একাদশ: শিখর ধাওয়ান (অধিনায়ক), প্রভুসিমরান সিং, লিয়াম লিভিংস্টোন, শাহরুখ খান, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), ওডিয়ান স্মিথ, জনি বেয়ারস্টো, অর্শদীপ সিং, কাগিসো রাবাদা, রাহুল চাহার, ভৈবভ অরোরা।
সানরাইজার্স হায়দরাবাদ একাদশ: অভিষেক শর্মা, কেইন উইলিয়ামসন (অধিনায়ক), রাহুল ত্রিপাথি, এইডেন মার্করাম, নিকোলাস পুরান, শশাঙ্ক সিং, জগদীশ সাচিথ, উমরান মালিক, ভুবনেশ্বর কুমার, টি নটরাজন, মার্কো জানসেন।