Home আন্তর্জাতিক এরদোগানের সঙ্গে জাতিসংঘের মহাসচিবের রুদ্ধদ্বার বৈঠক

এরদোগানের সঙ্গে জাতিসংঘের মহাসচিবের রুদ্ধদ্বার বৈঠক

SHARE

রাশিয়া ও ইউক্রেন সফরের আগে তুরস্ক সফর করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ইউক্রেন ইস্যুতে তিনি গতকাল সোমবার রুদ্ধদ্বার বৈঠক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে।

তুরস্কের সঙ্গে রাশিয়া ও ইউক্রেন; দুই দেশেরই সীমান্ত আছে। ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন সংকট শুরুর পর দুই দেশই তুরস্ককে পাশে টানার চেষ্টা করেছে। আর নিরপেক্ষ অবস্থানে থেকে দুই দেশের সঙ্গেই সুসম্পর্ক অব্যাহত রাখার চেষ্টা করে যাচ্ছে তুরস্ক। সংঘাত বন্ধে তুরস্ক দুই দেশের প্রতি আহ্বান জানিয়েছে।

গত ১৮ এপ্রিল জাতিসংঘের ত্রাণবিষয়ক প্রধান মার্টিন গ্রিফিতস বলেছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার সংকট সমাধানে তুরস্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

এরদোগানের সঙ্গে বৈঠকের পর মঙ্গলবার মস্কোর উদ্দেশ্যে রওনা হবেন গুতেরেস। সেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর বৃহস্পতিবার গুতেরেস রওনা হবেন কিয়েভের পথে। সেখানে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বসবেন।
খবর ডেইলি সাবাহর