Home বিনোদন অনলাইনে আসছে মোশাররফ করিমের নতুন সিরিজ ‘দৌড়’

অনলাইনে আসছে মোশাররফ করিমের নতুন সিরিজ ‘দৌড়’

SHARE

২০২১ সালে ‘মহানগর’ সিরিজ দিয়ে দারুণ সাড়া ফেলে দেন অভিনেতা মোশাররফ করিম। পুলিশ অফিসারের চরিত্রে অনবদ্য অভিনয় করে সবার মন জয় করেন নেন তিনি।

এবার নতুন আরেকটি ওয়েব সিরিজ নিয়ে হাজির হতে যাচ্ছেন এই নন্দিত অভিনেতা। ‘দৌড়’ নামের সিরিজটি পরিচালনা করেছেন রায়হান খান। এতে মোশাররফ করিমের সঙ্গে আরও অভিনয় করেছেন খ্যাতিমান অভিনেতা তারিক আনাম খান ও ইন্তেখাব দিনার। চারজন চোরের চরিত্রে আছেন ইরফান সাজ্জাদ, তাসনুভা তিশা, স্বগত ও উজ্জ্বল মাহমুদ।

‘দৌড়’র মাধ্যমে প্রথমবারের মতো কোনো সিরিজে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেছেন বাস্তব জীবনে তার সহধর্মিণী রোবেনা রেজা।

এরই মধ্যে সিরিজটি ট্রেলার মুক্তি পেয়েছে অনলাইনে, আর ঈদ উপলক্ষে হইচই-তে পুরো সিরিজ আসছে আগামী ২ মে।

‘দৌড়’-এ ব্যক্তিগত জীবনে ভীষণ সংসারী, একজন বিশিষ্ট ব্যবসায়ী- রুহুল আমিন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। রুহুল আমিনের প্রায় বিস্মৃত একটি অন্ধকার অতীত রয়েছে। কেউ ধারণা করতে পারেনি যে এই অতীত দীর্ঘদিন পর রুহুল আমিনকে তাড়া করে তার গোছানো জীবনকে এলোমেলো করে দেবে।