Home বিনোদন মুক্তির আগেই ৪ কোটি রুপি আয় করলো টাইগারের সিনেমা

মুক্তির আগেই ৪ কোটি রুপি আয় করলো টাইগারের সিনেমা

SHARE

টাইগার শ্রফের বহুল আলোচিত সিনেমা ‘হিরোপান্তি ২’। সিনেমাটি মুক্তির আগেই প্রথম দিনের জন্য অগ্রিম বিক্রি হয়েছে ১ লক্ষ টিকিট। যার মূল্য ৪ কোটি রুপি।

সিনেমাটি বুকিংয়ে একটি রেকর্ডও করেছে। যা সমগ্র হিন্দি সিনেমা শিল্পকে অবাক করে দিয়েছে। পিভিআর, আইনক্স এবং সিনেপোলিসের মতো মাল্টিপ্লেক্সগুলোতে এ ছবির টিকিট বিক্রির ধুম লেগেছে৷

এর আগে টাইগারের ‘বাঘি ৩’ মুক্তির এক দিন আগে অগ্রিম বুকিংয়ে প্রায় চল্লিশ হাজার টিকিট বিক্রি করেছিলো। যার রেকর্ড ভেঙে দিয়েছে ‘হিরোপান্তি ২’।

সিনেমাটি রজত অরোরার লেখা এবং সংগীত করেছেন এ আর রহমান। এ ছবি পরিচালনা করেছেন আহমেদ খান। যিনি টাইগারের শেষ মুক্তিপ্রাপ্ত ‘বাঘি ৩’ পরিচালনা করেছিলেন।

সিনেমাটি ঈদ উপলক্ষে ২৯ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।