Home খেলা ইপিএলে তৃতীয় স্থানে চেলসি

ইপিএলে তৃতীয় স্থানে চেলসি

SHARE

ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে লেস্টার সিটির সঙ্গে ১-১ গোলে ড্র করে প্রিমিয়ার লিগে তৃতীয় স্থান নিশ্চিত করেছে চেলসি। দাপট দেখিয়ে খেলা ম্যাচে ৬ মিনিটের মাথায়ই আচমকা পিছিয়ে পড়ে চেলসি। লেস্টারকে এগিয়ে দেন জেমস ম্যাডিসন।

৩৪ মিনিটে চেলসিকে সমতা এনে দেন মার্কো আলোনসো। এরপর ব্যবধান বাড়াতে আক্রমণের পর আক্রমণ করেছে চেলসি। কিন্তু লেস্টারের রক্ষণ দুর্গ ভাঙতে পারেনি।

এই ড্রয়ের পর ৩৭ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে চেলসি। চার নম্বরে থাকা টটেনহ্যাম হটস্পারের সমান ম্যাচে পয়েন্ট ৬৮। তারা যদি শেষ ম্যাচ জেতে আর চেলসি হারে তখন দুই দলেরই পয়েন্ট হবে ৭১। তবে চেলসি গোল ব্যবধানে অনেক এগিয়ে থাকায় তাদের তৃতীয় স্থান থেকে সরাতে পারবে না টটেনহ্যাম।