Home আন্তর্জাতিক বাইডেনসহ ৯৬৩ মার্কিনির ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা

বাইডেনসহ ৯৬৩ মার্কিনির ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা

SHARE

প্রেসিডেন্ট জো বাইডেনসহ যুক্তরাষ্ট্রের ৯৬৩ নাগরিকের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া। নিষেধাজ্ঞার আওতায় আছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা-সিআইএ’র প্রধান উইলিয়াম বার্নস।

এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলে, ওয়াশিংটন আমাদের বিরুদ্ধে যে আগ্রাসী পদক্ষেপ নিয়েছে তা যুক্তরাষ্ট্রের জন্যই বুমেরাংয়ে পরিণত হয়েছে। এসব পদক্ষেপের কারণে ওয়াশিংটন অব্যাহত ভাবে তিরস্কার পেতেই থাকবে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরুর পর রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ পশ্চিমা দেশগুলো। রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা আরোপের পর গত ১৬ এপ্রিল যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের ওপর নিষেধাজ্ঞা দেয় দেশটি।

এসব নিষেধাজ্ঞাকে অবৈধ ঘোষণা দিয়ে পুতিন বলেছেন, নিষেধাজ্ঞা আরোপ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল। ওই সময় যুক্তরাজ্যের ১০ জনের বেশি মন্ত্রী-সংসদ সদস্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে রাশিয়া। এর পাঁচ দিন পর যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও টেক জায়ান্ট মেটার প্রধান মার্ক জাকারবার্গের ওপরও নিষেধাজ্ঞা দেয় রাশিয়া।

ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে এ ধরনের পাল্টাপাল্টি নিষেধাজ্ঞার আওতায় এসেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দুই মেয়েও। একজনের নাম মারিয়া ভরোন্তসোভা। অপরজনের নাম ক্যাটেরিনা তিখোনোভা।