Home খেলা বার্সা সভাপতির অসংলগ্ন কথাবার্তায় বিরক্ত মেসি, করলেন সতর্ক

বার্সা সভাপতির অসংলগ্ন কথাবার্তায় বিরক্ত মেসি, করলেন সতর্ক

SHARE

আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি বার্সেলোনা ছাড়ার পর বিভিন্ন সময়ে বিভিন্ন কথা বলে আসছেন কাতালান ক্লাবটির সভাপতি হুয়ান লাপোর্তা। কয়েকদিন আগে তো মেসি-নেইমাদের পিএসজির ‘ক্রীতদাস’ও বলেছেন লাপোর্তা। বার্সা সভাপতির এ ধরনের কথাবার্তায় মেসি এখন রীতিমত বিরক্ত। মেসি তার সর্বশেষ সাক্ষাৎকারে বার্সা সভাপতিকে সতর্ক করে দিয়েছেন।

সাতবারের ব্যালন ডি’অরজয়ী তারকা লিওনেল মেসি বলেন, ‘বার্সায় আমাকে কেউ ফ্রি খেলার জন্য বলেনি। কিন্তু একই সময়ে আমাকে নিয়ে প্রেসিডেন্টের (লাপোর্তা) বলা কথাগুলো শোভনীয় নয়। তারা আমাকে আঘাত করছেন। আমি মনে করি, তার (লাপোর্তার) এসব বলার প্রয়োজন নেই। এটা এমন যে, আপনার হাত থেকে বল কেড়ে নেওয়ার মত এবং এ ঘটনার জন্য কোনো দায় স্বীকার না করা। এর ফলে মানুষ আমার সম্পর্কে সংশয়ে পড়ে যায়। অথচ, যেটার জন্য আমি কখনোই প্রস্তুত নই। ’

এই ব্যাপারে লাপোর্তাকে সঙ্গে ফোনে কথা বলেছেন মেসির বাবা হোর্হে মেসি। লিওনেল মেসিকে নিয়ে কথা বলতে বারণ করেছেন লাপোর্তাকে। এই টপিকটির এখানেই শেষ চান হোর্হে মেসি।