‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষা গবেষণা ট্রাস্ট’ গঠনের বিধান রেখে ‘আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (সংশোধন) আইন, ২০২২’ খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার (৩০ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক হয়।
বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, ‘‘আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট আইন, ২০১০’ এর মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট করা হয়েছে। এটার অধীনে ভাষা গবেষণার ট্রাস্ট স্থাপন করা হবে। এই গবেষণার ট্রাস্টের নাম দেওয়া হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষা গবেষণার ট্রাস্ট।’
তিনি বলেন, ‘এটার একটা স্থায়ী তহবিল থাকবে। এদের কাজ হবে ভাষা গবেষণা ও ভাষা শিক্ষা বিস্তারের উদ্দেশ্যে বৃত্তি, ফেলোশিপ, অনুদান, প্রশিক্ষণ ইত্যাদি প্রদান। দেশ-বিদেশের বিপন্নপ্রায় ভাষা সংরক্ষণ, সংগ্রহ, উন্নয়ন ও প্রমিতায়নের গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য আর্থিক অনুদান প্রদান। বিভিন্ন ভাষা অনুবাদ কার্যক্রমে সহায়তা প্রদান। এজন্য একটি ট্রাস্টের প্রস্তাব করা হয়েছে।’
সংশোধিত আইন অনুযায়ী একটি ট্রাস্ট গঠন করে স্থায়ী তহবিলের ব্যবস্থা করা হচ্ছে জানিয়ে খন্দকার আনোয়ারুল বলেন, ‘যাতে সরকারি বেতন-ভাতার পাশাপাশি প্রতিষ্ঠানটি একটি স্থায়ী ফান্ডের মাধ্যমে সবসময় পরিচালিত হতে পারে।’
বিধির মাধ্যমে ট্রাস্টের তহবিল পরিচালিত হবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।