Home বিনোদন ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী কে কে আর নেই

ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী কে কে আর নেই

SHARE

ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী কৃষ্ণ কুমার কুন্নাথ আর নেই। সংক্ষেপে কেকে নামেই যিনি সবচেয়ে বেশি পরিচিত। কলকাতার গুরুদাস বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠান শেষে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন এই সঙ্গীতশিল্পী। মৃত্যুকালে এই সঙ্গীতশিল্পীর বয়স হয়েছিলো ৫৪ বছর।

জানা যায়, গেলো দুদিন ধরেই সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য কলকাতায় অবস্থান করছিলেন এই সঙ্গীতশিল্পী। মঙ্গলবার অনুষ্ঠান শেষে গ্রাণ্ড হোটেলে ফেরেন তিনি। এরপর সিড়িতে উঠাবার সময় হৃদরোগে আক্রান্ত হন তিনি। দ্রুত স্থানীয় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা বলেন, হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে কেকের।

তার মৃত্যুর সংবাদে মন্ত্রী অরুপ বিশ্বাস, গায়ক জিৎ গঙ্গোপাধ্যায় সহ অনেকেই ছুটে গেছেন হাসপাতালে। কেকের ম্যানেজার জানান- সকালে স্ত্রী ও ছেলে কলকাতায় এলে নেয়া হবে পরবর্তী সিদ্ধান্ত।