Home রাজনীতি পদ্মা সেতু উদ্বোধনের আনন্দকে ম্লান করতে ষড়যন্ত্রে লিপ্ত বিএনপি : মির্জা আজম

পদ্মা সেতু উদ্বোধনের আনন্দকে ম্লান করতে ষড়যন্ত্রে লিপ্ত বিএনপি : মির্জা আজম

SHARE

আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, পদ্মা সেতু উদ্বোধনের আনন্দকে ম্লান করতে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত বিএনপি।

আজ শনিবার দুপুরে শরীয়তপুর সার্কিট হাউস মিলনায়তনে জেলা আওয়ামী লীগ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা আজম বলেন, আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের ঘোষণার কথা শুনে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে। পদ্মা সেতু আওয়ামী লীগের একটি বড় অর্জন। এই অর্জনকে নস্যাৎ করতে বিএনপি দেশে বিদেশে তাদের দোসরদের নিয়ে বিভিন্ন অপচেষ্টায় লিপ্ত।

শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অনল কুমার দের সঞ্চালনায় বর্ধিত সভায় পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, আওয়ামী লীগের শ্রম ও জনশক্তিবিষয়ক সম্পাদক মো. হাবিবুর রহমান সিরাজ, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন অপু এমপি, আনোয়ার হোসেন, শাহাবুদ্দিন ফরাজী ও সৈয়দ আবদুল আউয়াল শামীম প্রমুখ বক্তব্য রাখেন।