Home বিনোদন এখনো বুঝতে পারছি না যে আমরা বিবাহিত : রণবীর

এখনো বুঝতে পারছি না যে আমরা বিবাহিত : রণবীর

SHARE

পাঁচ বছর প্রেমের পরে ১৪ এপ্রিল সাত পাকে বাঁধা পড়েছেন রণবীর-আলিয়া। সম্প্রতি বিয়ের পরের জীবন নিয়ে কথা বলেছেন রণবীর কাপুর।

ভারতীয় গণমাধ্যম দৈনিক ভাস্কওে দেয়া সাক্ষাৎকারে রণবীর বলেন, ‘তেমন কোনো বড় পরিবর্তন আসেনি। আমরা তো ৫ বছর ধরেই একসঙ্গে আছি। আমাদের দুজনের কিছু কমিটমেন্ট ছিল। বিয়ের পরের দিনই কাজে বের হয়ে যেতে হয়েছিল। আলিয়া তার শুটিংয়ে গিয়েছে আর আমি গিয়েছি মানালি। ও লন্ডন থেকে ফেরার পরে এবং আমার ছবি শমসেরা মুক্তির পরে ভাবছি এক সপ্তাহের ছুটি নেব। আমরা এখনো বুঝতে পারছি না যে আমরা বিবাহিত।’

রণবীরকে জিজ্ঞেস করা হয়, আলিয়ার মতো তারও কি হলিউডে কাজ করার ইচ্ছা আছে কিনা। রণবীর বলেন, ‘হলিউডে কাজ করার কোনো স্বপ্ন আমি দেখি না। আমার স্বপ্ন হলো ব্রহ্মাস্ত্র। আমি মনে করি নিজের সংস্কৃতির অরিজিনাল কন্টেন্ট প্রতিটি দর্শককে ছুঁতে পারে। এছাড়াও আমি অডিশন দিতে ভয় পাই। আলিয়ার মতো স্বপ্ন দেখতে এবং সফল হতে আর কাউকে দেখিনি। আমি যেখানে আছি, খুশি আছি।’

ব্রহ্মাস্ত্র ছবিতে রণবীর এবং আলিয়া ছাড়াও মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মৌনি রায়, অমিতাভ বচ্চন, নাগার্জুন এবং ডিম্পল কাপাডিয়া। ছবিটি ৯ই সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
তথ্যসূত্র : বলিউড লাইফ