আগের বছরগুলোর তুলনায় এ বছর ঢাকা ৭০ শতাংশ কম জলাবদ্ধ হবে বলে আশা প্রকাশ করেছেন দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
ঢাকা শহরে খোঁড়াখুঁড়ি কম হওয়ার ওপর জোর দেয়াকে এর প্রধান কারণ হিসেবে মনে করেন তিনি।
রাজধানীর বঙ্গবন্ধু অন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বুধবার এক সেমিনারে ডিএসসিসির মেয়র এসব কথা বলেন।
মেট্রোরেল প্রকল্পের অগ্রগতি নিয়ে ওই সেমিনারের আয়োজন করে প্রকল্পটির দায়িত্বশীল কোম্পানি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড।
সেমিনারে ঢাকার যেখানে-সেখানে খোঁড়াখুঁড়ি বন্ধ করার কথা জানিয়ে মেয়র তাপস বলেন, ‘বর্ষা মৌসুমে খোঁড়াখুঁড়ির কারণে ঢাকার মানুষের নাভিশ্বাস হতো। আমরা প্রথম দিন থেকে দায়িত্ব নিয়ে এ বিষয়ে বলেছি এবং কঠোর হয়েছি। এখন ঢাকা শহরের সর্বনিম্ন পর্যায়ের খোঁড়াখুঁড়ি হয়।
‘নীতিমালা আছে এপ্রিলের পরে থেকে আগস্টের শেষ পর্যন্ত কোনো খোঁড়াখুঁড়ি হবে না। আমাদের ওপরে অনেক চাপ এসেছে; অনেক প্রকল্প আছে, কিন্তু আমরা কঠোর থেকেছি। এখন ঢাকাবাসী সুফল পাচ্ছে।’
খোঁড়াখুঁড়ি বন্ধ হওয়ার কারণে ঢাকা শহরের জলাবদ্ধতা কমে যাচ্ছে উল্লেখ করে মেয়র তাপস বলেন, ‘২০২০ সালে যে জলাবদ্ধতা আমরা দেখেছি, আজ বর্ষা মৌসুমের প্রথম দিনই আপনাদের বলে রাখি যে, ২০২২ সালে অনেক কম জলাবদ্ধতা হবে। প্রায় ৭০ ভাগ কম জলাবদ্ধতা হবে।’
ডিএসসিসি মেয়র বলেন, ‘আমরা সেভাবেই কাজ করছি। যদি পানি জমেও ইনশাআল্লাহ এবার আমরা আধা ঘণ্টার মধ্যে সেই পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে পারব। সেই রকম সব প্রস্তুতি আমরা ইতোমধ্যে নিয়েছি।’
রাস্তার ওপর যেখানে-সেখানে আবর্জনা ফেলা থেকে নগরবাসীকে বিরত থাকার আহ্বান জানান মেয়র।
তিনি বলেন, ‘নগরবাসীকে নিবেদন করব, আপনারা উন্মুক্ত নর্দমায় আবর্জনা অথবা রাস্তার ওপরে যেখানে-সেখানে আবর্জনা, নির্মাণসামগ্রী, মাটি এসব ফেলবেন না।’
ডেঙ্গু প্রতিরোধে ঢাকাবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে ঢাকা দক্ষিণের নগরপিতা বলেন, ‘বৃষ্টির পানি জমানোর প্রয়োজন নেই। নিয়মিত জমে থাকা পানি ফেলে দিন। সেই সঙ্গে নিজেদের আঙিনা পরিষ্কার করা এবং ছাদবাগান পরিপূর্ণভাবে পরিচর্যা করুন।’
শুধু মেট্রোরেল চালু হলেই যানজট নিরসন সম্ভব নয় উল্লেখ করে ঢাকা দক্ষিণের মেয়র বলেন, ‘ঢাকার গণপরিবহন ব্যবস্থাকে শৃঙ্খলায় আনতে হবে। ট্রাফিক সিগন্যাল ব্যবস্থাকে আধুনিক করতে হবে।’