Home জাতীয় পরিস্থিতি পর্যবেক্ষণ ও ক্ষয়ক্ষতির আশংকা মোকাবেলায় চসিকের জরুরী নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন

পরিস্থিতি পর্যবেক্ষণ ও ক্ষয়ক্ষতির আশংকা মোকাবেলায় চসিকের জরুরী নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন

SHARE

অতি বর্ষণের কারণে মহানগরীরতে সৃষ্ঠ প্রাকৃতিক দুর্যোগ পরিস্থিতিতে নগরবাসীর জানমালের ক্ষয়ক্ষতির আশংকায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন টাইগারপাসস্থ নগর ভবনের কনফারেন্স রুমে জরুরী নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন করেছে।

সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী প্রাকৃতিক দুর্যোগের কারণে নগরীর কোথাও কোন ধরণের মানবিক বিপর্যয় ঘটলে তা দ্রুত মোকাবেলায় চসিকের জরুরী নিয়ন্ত্রণ কক্ষে যোগাযোগ করার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান। নিয়ন্ত্রণ কক্ষে যোগাযোগের নম্বর: ০১৭১৭-১১৭৯১৩ অথবা ০১৮১৮-৯০৬০৩৮।

উল্লেখ্য যে, নগরীর আকবর শাহ এলাকয় পাহাড় ধস এলাকা পরিদর্শনে যান স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. জহুরুল আলম জসিম, চসিক সচিব খালেদ মাহমুদসহ উর্দ্ধতণ কর্মকর্তাগণ। তাঁর পাহাড় ধস এলাকায় উদ্ধার কাজে তদারকী করেন এবং ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।