বাংলাদেশের বাকি ২০ হাজার হজযাত্রীর মধ্যে ১১ হাজার ভিসা প্রস্তুত হয়েছে। আজ সোমবার (২৭ জুন) হজ অফিস জানিয়েছে, আগামী ৩ জুলাই শেষ হবে এবারের হজযাত্রা। জটিলতা না থাকায় সন্তুষ্ট প্রকাশ করেছেন হজ যাত্রীরাও।
যাত্রার শেষদিকে রাজধানীর আশকোনা হজক্যাম্পের পরিবেশ ছিল বেশ শান্ত, নেই তেমন কোনো চাপ। ইতোমধ্যে ৪০ হাজারেরও বেশি মুসল্লি পৌঁছে গেছেন পবিত্র মক্কা শরিফে। বাকিরাও স্বপ্নে বিভোর হয়ে আছেন, গুনছেন অপেক্ষার সময়।
হজক্যাম্পে গিয়ে দেখা যায়, মঙ্গলবার (২৮ জুন) আর বুধবারের যাত্রীরা সেরে নিচ্ছেন প্রয়োজনীয় কাজকর্ম, ইতোমধ্যে সবার ভিসাও সম্পন্ন হয়ে গেছে। যাত্রার অপেক্ষায় থাকা মুসল্লিদের চোখে মুখে প্রশান্তির ছাপ লক্ষ্য করা গেছে।
প্রাথমিক রিপোর্টিং, করোনা পরীক্ষা কিংবা কলেরার সনদ সবই দেয়া হচ্ছে হজ ক্যাম্পেই। এবার বাংলাদেশ ও সৌদি আরব দুই অংশের ইমিগ্রেশনও হচ্ছে এখানেই, ফলে ভোগান্তি কমেছে যাত্রীদের।
হজ অফিস বলছে, বাকি ২০ হাজার যাত্রীর মধ্যে ভিসা হয়ে গেছে প্রায় ১১ হাজারের। কোনো বিড়ম্বনা ছাড়াই ৩ জুলাই হজ যাত্রা শেষের আশা।
আশকোনা হজ ক্যাম্প পরিচালক মো.সাইফুল ইসলাম বলেন, এক বা দুই দিনের মধ্যে সবার ভিসা হয়ে যাবে, বিমানের কোনো সংকট নেই। কোনো রকম ঝামেলা ছাড়াই আগামী ৩ জুলাই আমাদের শেষ ফ্লাইট উড়ে যাবে সৌদিতে এমনটাই আশার কথা জানান তিনি।
আগামী ১৪ জুলাই শুরু হবে হজের ফিরতি যাত্রা, চলবে ৪ আগস্ট পর্যন্ত।