গত ৮ জুন, মুম্বাইয়ের মালাড-এর একটি বহুতল থেকে পড়ে মৃত্যু হয় দিশা সালিয়ানের। প্রাক্তন ম্যানেজারের মৃত্যুর কয়েকদিন পরই মৃত্যু হয় সুশান্ত সিং রাজপুতের। এই দুই মৃত্যুই আত্মহত্যা বলে জানিয়েছিল মুম্বাই পুলিশ। যদিও সম্প্রতি মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রীর অভিযোগ করেন, দিশা বা সুশান্ত কেউই আত্মহত্যা করেননি, তাদের দুজনকেই খুন করা হয়েছে। জানা যায়, ৮ জুন মালাড-এর ওই ফ্ল্যাটে পার্টি করছিলেন দিশা।
এবার প্রকাশ্যে এসেছে এমন একটি ভিডিও, যেখানে দিশা সালিয়ানকে বন্ধুদের সঙ্গে পার্টি করতে দেখা যাচ্ছে। যে পার্টিটি হয়েছিল দিশার বন্ধুর ফ্ল্যাটে। দাবি করা হচ্ছে ওই পার্টির পরই মৃত্যু হয় দিশা সালিয়ানের। যে ভিডিওতে ‘মিশন কাশ্মীর’-ছবির গানে নাচতে দেখা যাচ্ছে দিশাকে।