Home আন্তর্জাতিক বিশ্বে একদিনের ব্যবধানে কমলো করোনায় মৃত্যু ও শনাক্ত

বিশ্বে একদিনের ব্যবধানে কমলো করোনায় মৃত্যু ও শনাক্ত

SHARE

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও শনাক্তের সংখ্যা একদিনের ব্যবধানে কিছুটা কমেছে। গত একদিনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৬ লাখ ৪২ হাজার ৭৪৩ জন। গতকাল এ সংখ্যা ছিল ৯ লাখ ৯৪ হাজার ৭৬৪ জনে।

এ সময়ে বিশ্বে মৃত্যু হয়েছে ৯১৬ জনের। গতকাল মৃত্যুর সংখ্যা ছিল ১ হাজার ৭৫৯ জনে। এ সংখ্যা নিয়ে বিশ্বে এ পর্যন্ত করোনায় মোট আক্রান্তর সংখ্যা দাঁড়াল ৫৬ কোটি ৭০ লাখ ৫৭ হাজার ২৫৩ জনে। আর মৃত্যুর সংখ্যা ৬৩ লাখ ৬৮ হাজার ৮৩৮ জনে।

বিশ্বে এ সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ৫ লাখ ১৯ হাজার ৮০৫ জন। করোনার শুরু থেকে এ পর্যন্ত মোট সুস্থতার সংখ্যা ৫৩ কোটি ৮১ লাখ ৬০ হাজার ১৭৪ জন।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ব্রাজিলে। আর শনাক্ত হয়েছে ফ্রান্সে। এর পরই রয়েছে ইতালি ও জাপান।

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারস থেকে রোববার (১৭ জুলাই) এ তথ্য জানা গেছে।

ব্রাজিলে এ সময়ে নতুন করে মৃত্যু হয়েছে ২০৮ জনের। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ। এছাড়া দেশটিতে করোনায় নতুন করে শনাক্ত হয়েছে ৪০ হাজার ১৪৯ জন।

করোনার শুরু থেকে ব্রাজিলে এ পর্যন্ত মোট মৃত্যু ও আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৬ লাখ ৭৫ হাজার ৩৫৩ এবং ৩ কোটি ৩২ লাখ ৯০ হাজার ২৬৬ জন।

ফ্রান্সে করোনায় নতুন করে কারো মৃত্যু না হলেও দেশটি গত ২৪ ঘণ্টায় শনাক্তের দিক দিয়ে শীর্ষে রয়েছে। নতুন করে ১ লাখ ২৪ হাজার ৯ জন আক্রান্ত হয়েছে। এ সংখ্যা নিয়ে দেশটিতে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ১ লাখ ৫০ হাজার ৫৭৬ এবং শনাক্তের সংখ্যা ৩ কোটি ২৯ লাখ ৪২ হাজার ৯১০ জন।

গত একদিনে জাপানে করোনায় মৃত্যু হয়েছে ৩১ জনের। আর শনাক্তের সংখ্যা ৯৯ হাজার ২৯১ জনে। এ সংখ্যা নিয়ে জাপানে করোনার শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ১ লাখ ১১ জন। আর মৃত্যু মাত্রা ৩১ হাজার ৫৫৯ জনে।

এছাড়া গত একদিনে করোনার ঊর্ধ্বমুখী দেশের কাতারে রয়েছে- যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, মেক্সিকো ও তাইওয়ান।