Home আন্তর্জাতিক মধ্যপ্রাচ্য সফর শেষে বাইডেনের জেদ্দা ত্যাগ

মধ্যপ্রাচ্য সফর শেষে বাইডেনের জেদ্দা ত্যাগ

SHARE

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এয়ার ফোর্স ওয়ানযোগে শনিবার সৌদি আরব ত্যাগ করেছেন। প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণের পর তিনি প্রথম এ অঞ্চলে তার ৪ দিনের সফর শেষ করলেন।

সৌদি রাষ্ট্র পরিচালিত চ্যানেল আল- একবারিয়া জানায়, জেদ্দা বিমানবন্দরে তাকে বিদায় জানান মক্কার গভর্নর প্রিন্স খালেদ আল-ফয়সাল।
খবর এএফপি