Home আন্তর্জাতিক এবার পদত্যাগ করলেন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাগি

এবার পদত্যাগ করলেন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাগি

SHARE

শ্রীলঙ্কার পর রাষ্ট্রপতির পর এবার ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাগি পদত্যাগ করেছেন। কয়েকদিন ধরে চলা রাজনৈতিক অচলাবস্থার মধ্যে তিনি পদত্যাগ করলেন।

জোট গঠন করে প্রধানমন্ত্রী হয়েছিলেন ইউরোপীয়ান কেন্দ্রীয় ব্যাংকের সাবেক প্রধান মারিও দ্রাগি। কিন্তু তার জোটে ফাটল দেখা দেয়।

এ ফাটল ঠিক করার চেষ্টা করছিলেন মারিও দ্রাগি। কিন্তু সেটি সম্ভব না হওয়ায় বৃহস্পতিবার পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি। এরফলে পতন হলো মারিও দ্রাগির সরকারের।

এখন খুব শীগ্রই দেশটিতে আগাম নির্বাচন অনুষ্ঠিত হবে। বলা হচ্ছে সেপ্টেম্বরের শেষে হতে পারে দেশটির নতুন সাধারণ নির্বাচন।

মারিও দ্রাগি আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট সার্গিও মাতেরেল্লার কাছে তার পদত্যাগপত্র তুলে দিয়েছেন।

এখন ভোট হওয়ার আগ পর্যন্ত মারিউ দ্রাগি এবং তার সরকার কেয়ারটেকার সরকার হিসেবে দায়িত্ব পালন করে যাবেন।

ইতালিতে রাজনৈতিক অচলাবস্থার সূচনা হয় গত সপ্তাহে। ওই সময় প্রধানমন্ত্রী মারিও দ্রাগি জ্বালানি ব্যয় এবং মূদ্রাস্ফীতি ঠেকাতে ২৬ বিলিয়ন ডলারের একটি বিল উত্থাপন করেন।

কিন্তু তার জোট দল ফাইভস্টার মুভমেন্ট এ বিলের ওপর ভোট দেওয়ার বিষয়টি বয়কট করে। তাদের কথা এই অর্থ পর্যাপ্ত না। তাছাড়া এই অর্থ দিয়ে রোমে একটি ময়লা ভ্ষ্মীভূতকারী তৈরি করার বিধান রাখা হয়েছিল। এটি নিয়েও খুশি ছিল না ফাইভস্টার মুভমেন্ট।

জোটের অন্য দলগুলো চেয়েছিল মারিউ দ্রাগির নেতৃত্বে নতুন করে সরকার গঠন করতে।

এমনকি বিশ্ব নেতারাও দ্রাগির প্রতি আহ্বান জানিয়েছিলেন যেন তিনি পদত্যাগ না করেন। কারণ ইতালির স্থিতিশীলতা বজায় রাখতে এবং ইউক্রেনে ইতালির সমর্থন অব্যহত রাখতে মারিউ দ্রাগি বড় ভূমিকা রাখতে পারতেন বলে মনে করেন তারা।

সূত্র: দ্য গার্ডিয়ান