Home অর্থ-বাণিজ্য টাকার মান কমলো আরও ৫০ পয়সা

টাকার মান কমলো আরও ৫০ পয়সা

SHARE

ডলারের বিপরীতে আবারও টাকার মান কমেছে। আন্তঃব্যাংক লেনদেনে বৃহস্পতিবার (২১ জুলাই) ডলারের বিনিময় মূল্য ৯৪ টাকা ৪৫ পয়সা। এর আগে ডলারের বিনিময় হার ছিল ৯৩ টাকা ৯৫ পয়সা।

রফতানি আয়ের তুলনায় আমদানি ব্যয় বেড়ে যাওয়া, আন্তর্জাতিক বাজার মূল্য এবং প্রবাসী আয়ের প্রবাহ কমে যাওয়ায় দেশের বৈদেশিক মুদ্রার বাজারে ডলারের ঘাটতি দেখা দিয়েছে। এতে করে দেশে বৈদেশিক মুদ্রার রির্জাভেও চাপ দেখা দিয়েছে।

এর আগে গত সপ্তাহে সংকট কমাতে নতুন চারটি সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। ব্যাংকের ডলার ধারণের সীমা (এনওপি) হ্রাস, রফতানিকারকের প্রত্যাবাসন কোটায় (ইআরকিউ) ধারণ করা ডলারের ৫০ শতাংশ নগদায়ন, ইআরকিউ হিসাবে জমা রাখার সীমা কমিয়ে অর্ধেকে নামিয়ে আনা এবং অফশোর ব্যাংকিং ইউনিটের বৈদেশিক মুদ্রার তহবিল অভ্যন্তরীণ ব্যাংকিং ইউনিটে স্থানান্তরের সিদ্ধান্তের পাশাপাশি ৫০ লাখ ডলারের বেশি মূল্যের বেসরকারি যেকোনো আমদানি ঋণপত্র (এলসি) খোলার ২৪ ঘণ্টা আগে তা কেন্দ্রীয় ব্যাংককে জানানোর নির্দেশ দেয়া হয়।