Home আন্তর্জাতিক হারানো অঞ্চল পুনরুদ্ধার না করে যুদ্ধবিরতির চুক্তি নয় : জেলনস্কি

হারানো অঞ্চল পুনরুদ্ধার না করে যুদ্ধবিরতির চুক্তি নয় : জেলনস্কি

SHARE

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, হারানো অঞ্চল পুনরুদ্ধার না করে রাশিয়ার সাথে যুদ্ধবিরতির কোনো চুক্তি তার দেশ করবে না। শুক্রবার ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।

তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, যুদ্ধবিরতি হলে তা রাশিয়াকে ফেব্রুয়ারিতে আক্রমণের পর থেকে ইউক্রেনের অঞ্চলগুলিকে দখলে রাখার সুযোগ দেবে। এটি মস্কোকে আরও বিস্তৃত সংঘাতের জন্য উৎসাহিত করবে এবং এটি রাশিয়াকে পরবর্তী ধাপের জন্য পুনরায় অস্ত্রে সজ্জিত করার সুযোগ দেবে।

জেলেনস্কি বলেছেন, ‘রাশিয়া ফেডারেশনের সাথে বিরোধ থামানোর অর্থ হল একটি বিরতি যা রুশ ফেডারেশনকে বিশ্রামের সুযোগ দেবে। সমাজ বিশ্বাস করে যে সব অঞ্চলকে প্রথমে মুক্ত করতে হবে এবং এরপরে আমরা কী করব এবং কীভাবে আমরা সামনের শতাব্দীতে বাঁচতে পারি সে সম্পর্কে আলোচনা করতে পারি।’

জেলেনস্কি যুক্তরাষ্ট্রের সরবরাহ করা উচ্চ গতিশীলআর্টিলারি রকেট সিস্টেম (এইচআইএমএআরএস) সম্পর্কেও কথা বলেছেন।

তিনি বলেন, ‘বস্তুগত পার্থক্যের ক্ষেত্রে যুদ্ধের জোয়ার পরিবর্তনের জন্য ইউক্রেনের যা প্রয়োজন পশ্চিমাদের সরকরাহ করা হিমার্সের সক্ষমতা তারচেয়ে কম।’