Home জাতীয় মানিকগঞ্জে লিকুইড অক্সিজেন প্ল্যান্ট স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জে লিকুইড অক্সিজেন প্ল্যান্ট স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

SHARE

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা কালে চিকিৎসা খাতে অনেক অক্সিজেনের প্রয়োজন হয়েছিল। তখন দেশে অক্সিজেন কম থাকায় পাশের দেশ ভারত থেকে অক্সিজেন এনে বাংলাদেশে মানুষের চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে দেশে দেড় থেকে দুইশো টন অক্সিজেন উৎপাদন হচ্ছে। চিকিৎসা খাতকে আরেক ধাপ এগিয়ে নেওয়ার লক্ষ্য আমরা দেশে দুটি লিকুইড অক্সিজেন প্ল্যান্ট স্থাপন করতে যাচ্ছি। যার একটি হবে মানিকগঞ্জে আর অন্যটি হবে স্থাপন করা হবে উত্তরবঙ্গে।

গতকাল শনিবার (২৩ জুলাই) দুপুর ২টার দিকে মানিকগঞ্জে কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের দিনব্যাপী সার্জিক্যাল দক্ষ বিষয়ক কর্মশালার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক (ডিজি) প্রফেসর ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, কর্ণেল মালেক মেডিকেল কলেজের অধ্যক্ষ জাকির হোসেন কর্নেল মালেক মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের পরিচালক ডা. আরশাদ উল্লাহসহ অন্যান্যরা।