Home খেলা ছক্কা মেরে ম্যাচ জিতিয়ে ধোনি-ইউসুফের রেকর্ড ভাঙলেন অক্ষর

ছক্কা মেরে ম্যাচ জিতিয়ে ধোনি-ইউসুফের রেকর্ড ভাঙলেন অক্ষর

SHARE

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অবিশ্বাস্য এক ম্যাচ জিতলো ভারত। রোববার রাতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শেষ ওভারে ছক্কা হাঁকিয়ে ভারতকে জয় এনে দিলেন অক্ষর প্যাটেল।

পোর্ট অফ স্পেনের কুইন্স পার্ক ওভালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটিতে অক্ষর ৩৫ বলে খেলেন হার না মানা ৬৪ রানের ইনিংস। এই ইনিংসে ৫ ছক্কা হাঁকিয়ে মহেন্দ্র সিং আর ইউসুফ পাঠানের রেকর্ড ভেঙেছেন এই অলরাউন্ডার।

প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ৩১১ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। জবাবে অক্ষরের ৫ ছক্কার ইনিংসে দুই বল বাকি থাকতেই ৮ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত।

রান তাড়া করে জেতা ওয়ানডেতে ভারতের হয়ে সাত নম্বর বা তারও পরে ব্যাট করতে নামা কোনো ক্রিকেটার কখনও এতগুলো ছক্কা মারতে পারেননি। এতদিন এই রেকর্ড ছিল যুগ্মভাবে মহেন্দ্র সিং ধোনি ও ইউসুফ পাঠানের। দুজনই ৩টি করে ছক্কা মেরেছিলেন।

ইউসুফ অবশ্য একবার নয়, দু’বার এমন কৃতিত্ব দেখান। ধোনি ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে লোয়ার অর্ডারে ব্যাট করতে নেমে ৩টি ছক্কা মারেন এবং ভারতকে ম্যাচ জেতান। ইউসুফ ২০১১ সালে একবার দক্ষিণ আফ্রিকা ও একবার আয়ারল্যান্ডের বিপক্ষে এমন কীর্তি গড়েন।