Home খেলা ২৭ মাস পর ফিরলেন হাসান মাহমুদ, পরিবর্তন আরও একটি

২৭ মাস পর ফিরলেন হাসান মাহমুদ, পরিবর্তন আরও একটি

SHARE

২০২০ সালের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয়েছিল ডানহাতি পেসার হাসান মাহমুদের। এরপর তিনটি ওয়ানডে খেললেও আর কুড়ি ওভারের আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়নি ২২ বছর বয়সী এ পেসার।

অবশেষে প্রায় ২৭ মাসের বিরতি দিয়ে একাদশে ফিরলেন হাসান। সেই জিম্বাবুয়ের বিপক্ষেই সিরিজের দ্বিতীয় ম্যাচের একাদশে হাসানকে নেওয়া হয়েছে। এছাড়া সুযোগ পেয়েছেন শেখ মেহেদি হাসানও।

প্রথম ম্যাচে বাজে বোলিংয়ে মাশুল দিয়ে একাদশে জায়গা হারিয়েছেন তাসকিন আহমেদ ও নাসুম আহমেদ। ব্যাটিং লাইনআপে কোনো পরিবর্তন আনা হয়নি। অপরিবর্তিত একাদশ নিয়ে নামছে জিম্বাবুয়ে।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে আবারও টস হেরেছে বাংলাদেশ দল। টানা দ্বিতীয় ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে দল। আবার আগে ফিল্ডিং করতে নামবে টাইগাররা।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, মুনিম শাহরিয়ার, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক, অধিনায়ক), শেখ মেহেদি হাসান, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

জিম্বাবুয়ে একাদশ: রেগিস চাকাভা (উইকেটরক্ষক), ক্রেইগ আরভিন (অধিনায়ক), ওয়েসলি মাধভিরে, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, মিল্টন সুম্বা, রায়ান বার্ল, লুক জংউই, ওয়েলিংন মাসাকাদজা, রিচার্ড এনগারাবা, তানাকা চিভাঙ্গা।