Home খেলা গুরবাজে সিরিজ বাঁচিয়ে রাখল আফগানিস্তান

গুরবাজে সিরিজ বাঁচিয়ে রাখল আফগানিস্তান

SHARE

আফগানিস্তান : ১৮৯/৫ (২০.০ ওভারে)
আয়ারল্যান্ড : ১৬৭/৯ (২০.০ ওভারে)
ফল : আফগানিস্তান ২২ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : রহমানু্ল্লাহ গুরবাজ (আফগানিস্তান)।

আফগানিস্তানের বিপক্ষে জিতলেই নিশ্চিত হতো ট্রফি। ২ ম্যাচ হাতে রেখে প্রথমবারের মতো আফগানিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজে ট্রফি জয়ের উৎসব করতে পারতো আয়ারল্যান্ড। তবে ২-০তে এগিয়ে থাকার এডভানটেজ নিতে পারেনি আয়ারল্যান্ড।

বেলফাস্টে তৃতীয় ম্যাচ ২২ রানে জিতে (১-২) সিরিজ বাঁচিয়ে রেখেছে আফগানিস্তান। সিরিজের ট্রফি হাতে উঠাতে হলে আফগানিস্তানকে জিততে হবে শেষ ২টি ম্যাচ জয়।

অন্যদিকে এক ম্যাচ জিতলেই প্রথমবারের মতো আফগানিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজের ট্রফি জয়ের আনন্দে মেতে উঠবে আয়ারল্যান্ড।
টসে জিতে এদিন আয়ারল্যান্ড ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে আফগানিস্তানকে চাপে ফেলতে পারেনি। হযরতউল্লাহ জাজাই-রাহমানউল্লাহ গুরবাজের ওপেনিং পার্টনারশিপ ৬৮ বলে ৯০রানে বড় পুঁজির ভিত্তি গড়ে দিয়েছেন।

জাজাই খেলেছেন ওয়ানডে মেজাজে (৪০ বলে ৩৯)। গুরবাজ ৩৫ বলে ৮ চার, ১ ছক্কায় করেছেন ৫৩। ইব্রাহিম জাদরান ২২ বলে ৩৬, নজিবুল্লাহ জাদরান ১৮ বলে ৪২ করলে আফগানিস্তান স্কোর টেনে নিয়েছে ১৮৯/৫ পর্যন্ত। আফগানিস্তান শেষ ২ ওভারে যোগ করেছে ৩১ রান। এডেয়ার খেয়েছেন মার (৪-০-৪২-১)। তবে জস লিটল করেছেন নিয়ন্ত্রিত বোলিং (৪-০-২৯-২)।
১৯০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বিপর্যয়ের মুখে পড়ে আয়ারল্যান্ড। নিয়মিত বিরতিতে উইকেট পতনে এক পর্যায়ে তাদের স্কোর ছিল ৮৫/৭। আগের দু্ই ম্যাচের ম্যাচ উইনার বালব্রিন হতাশ করেছেন এদিন (১)। হ্যারি ট্যাক্টরও রাখতে পারেননি অবদান (৩)। ৮ম উইকেট জুটির ৭৪ রানে ব্যবধানটা কমাতে পেরেছে আয়ারল্যান্ড।

সর্বোচ্চ ৫৮ রান করেছেন ডকরেল। অভিষিক্ত ফিওন হ্যান্ড করেছেন ১৮ বলে ৩৬)। এদিনও রশিদ খান বোলিংয়ে হতাশ করেছেন (৪-০-৩৮-১)। তবে পেসার ফজল হক ফারুকী (২-০-১১-২)ও নাভিন উল হক (৪-১-৩৮-৩) এবং অফ স্পিনার মুজিব জাদরান (৪-০-২৮-২) ফিরে পেয়েছেন এদিন রিদম।