Home খেলা নতুন হেড কোচ হিসেবে পন্ডিতকে নিয়োগ দিল কেকেআর

নতুন হেড কোচ হিসেবে পন্ডিতকে নিয়োগ দিল কেকেআর

SHARE

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হেড কোচ হিসেবে নিয়োগ পেলেন ভারতের ঘরোয়া ক্রিকেটের স্বনামধন্য কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। এদিকে সর্বশেষ আসরে দলটির কোচ হিসেবে দায়িত্বে ছিলেন নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাকালাম। অবশেষে ম্যাককালামের বিকল্প খুঁজে নিল কলকাতা নাইট রাইডার্স।

বুধবার (১৭ জুলাই) কেকেআরের অফিসিয়াল ফেসবুক পেইজে এক পোষ্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

নাইট রাইডার্সের দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত চন্দ্রকান্ত পণ্ডিত, কেকেআরের সঙ্গে যুক্ত হতে পেরে আমি সত্যি খুবই আনন্দিত। এই দলের খেলোয়াড় ও স্টাফরা খুবই আন্তরিক। তারা একটি পরিবারের মতো। তাদের সঙ্গে কাজ করব ভেবে আমি রোমাঞ্চিত।

চন্দ্রকান্ত ভারতীয় দলের হয়ে ৫ টেস্ট ও ৩৬ ওয়ানডে খেলেছেন। তবে আন্তর্জাতিক ক্রিকেটে তেমন সফলতা পাননি ৬০ বছর বয়সী এই কোচ। ৩৬ ওয়ানডেতে তার সর্বোচ্চ ইনিংস ৩৩। তবে কোচ হিসেবে সফল তিনি। কলকাতার জনপ্রিয় রঞ্জি ট্রফিতে চারবারের শিরোপা জেতানো নায়ক চন্দ্রকান্ত পণ্ডিত।