বলিউডের এ সময়য়ের সবচেয়ে সফল অভিনেত্রীদের একজন আলিয়া ভাট। একের পর এক হিট উপহার দিয়ে তিনি নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন নিজেই। কিন্তু তার নাম থেকে ‘নেপো কিড’ তকমা ছুটছে না কিছুতেই। এতে খুবই বিরক্ত অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমাকে পছন্দ না করলে দেখারও দরকার নেই।’
মিড ডেতে দেয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘আমি কথা দিয়ে নিজেকে রক্ষার চেষ্টা করবো না। আমাকে পছন্দ না করলে দেখারও দরকার নেই। এরে চয়ে বেশি আর কী বলতে পারি।’
আলিয়া বলেন, আমি কোথায় জন্ম নেব সেটি কীভাবে আমি নিয়ন্ত্রণ করব? যদি আমার সন্তান অভিনয়ে পা রাখতে চায় তাহলে তাকে তার নিজের যোগ্যতা প্রমাণ করতে কঠিন পরিশ্রম করতে হবে।
আলিয়া মনে করেন, সমালোচকদের মুখ বন্ধ করার একমাত্র উপায় হলো সিনেমার মাধ্যমে নিজেকে প্রমাণ করা। কারণ তিনি মনে করেন, যেই জায়গায় তিনি পৌঁছেছেন, সেটার যোগ্যতা তার আছে।
বলিউডে ‘বয়কট’ ট্রেন্ডের কারণে ক্ষতির সম্মুখীন হচ্ছে একের পর এক বড় বাজেটের ছবি। ‘ব্রহ্মাস্ত্র’ ছবিটিও বয়কটের পরিকল্পনা করছে কিছু নেটিজেন।