Home আন্তর্জাতিক নির্বাচনে কারচুপির অভিযোগে সু চির তিন বছরের জেল

নির্বাচনে কারচুপির অভিযোগে সু চির তিন বছরের জেল

SHARE

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে সেদেশের একটি আদালত। একই মামলার সু চির দলের অন্য দুই সদস্যকেও তিন বছর করে সাজা দেওয়া হয়েছে। নির্বাচনে কারচুপির অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় শুক্রবার (১ সেপ্টেম্বর) তাদের এ সাজা দেয়া হয়েছে।

২০২১ সালের ফেব্রুয়ারিতে সু চিকে হটিয়ে মিয়ানমারের ক্ষমতা নেয় সামরিক বাহিনী।
এরপরেই তাকে গৃহবন্দি করে জান্তা সরকার। পরে তাকে কারাগারে পাঠানো হয়। ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই সু চির বিরুদ্ধে এক ডজনের বেশি মামলা করেছে দেশটির সেনাবাহিনী। এর মধ্যে বেশ কয়েক মামলায় ১৭ বছরের কারাদণ্ডের সাজাও হয়েছে তার বিরুদ্ধে।

২০২৩ সালে মিয়ানমারের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু এর আগেই সু চির কারাদণ্ড তার দলকে বিপন্ন করে তুলবে। ২০২০ সালের নির্বাচনে ব্যাপক ব্যবধানে বিজয়ী হয় সু চির দল এনএলডি। তবে জান্তা সরকারের দাবি, নির্বাচনে এনএলডি জালিয়াতির আশ্রয় নিয়েছিল।