Home জাতীয় টুঙ্গিপাডায় বঙ্গবন্ধুর সমাধিতে ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

টুঙ্গিপাডায় বঙ্গবন্ধুর সমাধিতে ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

SHARE

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু।

আজ শনিবার বেলা সাড়ে ১২টায় তিনি জাতির পিতার সমাধিসৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি।

এ সময় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, এরোমা দত্ত, রওশনারা মান্নান, ওয়াসিকা আয়েশা খান, শিউলী আজাদ, বাসন্তি চাকমা, সুলতান মোহাম্মদ মুনসুর, হাবিবুর রহমান, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল শেখ, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল-মামুন উপস্থিত ছিলেন।