Home জাতীয় সংবিধান মানলে বিএনপির নির্বাচনে আসা উচিত : পরিকল্পনামন্ত্রী

সংবিধান মানলে বিএনপির নির্বাচনে আসা উচিত : পরিকল্পনামন্ত্রী

SHARE

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমাদের অনেক রাজনীতিবিদ আগামী নির্বাচন নিয়ে প্রতিদিন অনেক কথা বলছেন। আমি বলি, বিএনপি যদি দেশের সংবিধান মানে, দেশের প্রচলিত আইন মানে, নির্বাচন কমিশন মানে তাহলে অবশ্যই তাদের নির্বাচনে আসা উচিত। বিএনপি নির্বাচনে আসবে কি আসবে না, এটা তাদের বিষয়। আমরা চাই সবাই নির্বাচনে আসুক।

আজ শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, নির্বাচন মারামারি-হানাহানির বিষয় নয়। আগামী নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে এটাই জাতি আশা করে।

পরিকল্পনামন্ত্রী বলেন, দেশে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এসে গেছে। আরও আসবে। আমরা চেষ্টা করছি যাতে মানুষের স্বস্তির মধ্যে থাকে। তবে বিশ্বব্যাপী সংকটের কারণে মাঝেমধ্যে সমস্যা হয়। তাই আমাদের আরও সাশ্রয়ী হতে হবে।

এ সময় রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হিমাদ্রি শেখর ভদ্রের সঞ্চলনায় আরও বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ পীর ফজলুর রহমান মিছবাহ্, সিলেট-সুনামগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সাংসদ শামীমা আক্তার খানম, সুনামগঞ্জ-৪ আসনের সাবেক সাংসদ মতিউর রহমান, মো. জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নূরুল হুদা মুকুট, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, পুলিশ সুপার এহসান শাহ্, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল প্রমুখ।