Home আইন আদালত ডিএমপির এডিসি পদ মর্যাদার ৪ কর্মকর্তাকে বদলি

ডিএমপির এডিসি পদ মর্যাদার ৪ কর্মকর্তাকে বদলি

SHARE

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদ মর্যাদার চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) ডিএমপি মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের এক বার্তায় বিষয়টি জানানো হয়েছে।

আদেশে, ডিএমপির ট্রাফিক-মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সোহেল রানাকে ট্রাফিক-রমনা বিভাগে, পল্লবী জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আরিফুল ইসলামকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ক্রাইম বিভাগে, ট্রাফিক-রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. মিজানুর রহমানকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ট্রাফিক-মিরপুর বিভাগে ও গুলশান জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাজমুল হাসান ফিরোজকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পল্লবী জোন হিসেবে বদলি করা হয়েছে।

আদেশটি অবিলম্বে কার্যকর করতে বলা হয়েছে।