Home জাতীয় ৩৭তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত ২৭ জনের নিয়োগ নিয়ে হাইকোর্টের রুল

৩৭তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত ২৭ জনের নিয়োগ নিয়ে হাইকোর্টের রুল

SHARE

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সুপারিশ থাকার পরও ৩৭তম বিসিএস-এ নিয়োগ না পাওয়া ২৭ জনকে কেন বিসিএস ক্যাডার হিসেবে নিয়োগ দিতে নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ আজ রবিবার এ রুল জারি করেন।

জনপ্রশাসন ও অর্থ সচিব, পিএসসি চেয়ারম্যানসহ চার জনকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত নাইমুর রহমান, ইমরান হাসান, মেহরাব হোসেন, ফারহানা হোসাইনসহ ২৭ জনের করা রিট আবেতনে এ রুল জারি করা হয়েছে।

আদালতে রিট আবেদনকারীপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ্ মিয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি দেবাশীষ ভট্টাচার্র্য্য ও সহকারি অ্যাটর্নি জেনারেল নাসিম ইসলাম রাজু।

অ্যাডভোকেট ছিদ্দিক উল্লাহ্ মিয়া জানান, ৩৭তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ ১৩১৪ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ করে পিএসসি। এরপর জনপ্রশাসন মন্ত্রণালয় গতবছর ও চলতি বছর মোট সাতটি প্রজ্ঞাপনের মাধ্যমে ১২৪৯ জনকে বিভিন্ন পদে নিয়োগ দিয়েছে।

সর্বশেষ গত ১৮ মার্চ প্রজ্ঞাপন জারি করা হয়। কিন্তু রিট আবেদনকারী ২৭ জনকে অদ্যাবধি নিয়োগ দেয়নি। একারণে তারা রিট আবেদন করেছেন। আদালত তাদের নিয়োগ দেওয়ার বিষয়ে রুল জারি করেছেন।