Home আইন আদালত ডিএমপির ৮ এডিসি-এসি কর্মকর্তার বদলি

ডিএমপির ৮ এডিসি-এসি কর্মকর্তার বদলি

SHARE

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার ৮ কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।

রোববার (২ অক্টোবর) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে এ পদায়ন করা হয়।

বদলিকৃত পুলিশ কর্মকর্তাদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুব-উন-নবীকে অতিরিক্ত উপপুলিশ কমিশনার ডিএমপির সিটি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে, সহকারী পুলিশ কমিশনার মো. ফেরদাউস হোসেনকে সহকারী পুলিশ কমিশনার প্রসিকিউশন বিভাগে, সহকারী পুলিশ কমিশনার হাফিজ মাহমুদকে সহকারী পুলিশ কমিশনার পিওএম-দক্ষিণ বিভাগে, সহকারী পুলিশ কমিশনার শেখ শহিদুল ইসলামকে সহকারী পুলিশ কমিশনার পিওএম-পশ্চিম বিভাগে, সহকারী পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামানকে সহকারী পুলিশ কমিশনার পেট্রোল-উত্তরা পশ্চিম বিভাগে, সহকারী পুলিশ কমিশনার মাহবুবুল হককে সহকারী পুলিশ কমিশনারকমিউনিটি পুলিশিং ক্রাইম বিভাগে, সহকারী পুলিশ কমিশনার মো. মনির হোসেনকে সহকারী পুলিশ কমিশনারপিওএম পূর্ব বিভাগে, মো. মনিরুল ইসলামকে সহকারী পুলিশ কমিশনার মিরপুর বিভাগের প্যাট্রল পল্লবী হিসেবে বদলি করা হয়েছে।