Home আইন আদালত ডিএমপি ৭ কর্মকর্তাকে বদলি

ডিএমপি ৭ কর্মকর্তাকে বদলি

SHARE

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ পরিদর্শক পদমর্যাদার সাত কর্মকর্তাকে ডিএমপির বিভিন্ন বিভাগে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (৪ অক্টোবর) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত পৃথক তিন কার্যালয় আদেশে এ বদলি করা হয়।
বদলিকৃত কর্মকর্তারা হলেন শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক মো. যোবায়ের রহমানকে লালবাগ পিআই, সশস্ত্র পুলিশ পরিদর্শক মো. খোরশেদ আলমকে ডেভেলপমেন্ট বিভাগে, সশস্ত্র পুলিশ পরিদর্শক মো. আবুল কালাম দেওয়ানকে ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগে, লাইনওআরের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. জাহাঙ্গীর আলমকে গোয়েন্দা লালবাগ বিভাগে, লাইনওআরের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. মেহেদী হাসানকে পিএসঅ্যান্ডআইআই বিভাগে ও লালবাগ গোয়েন্দা বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক খান হুমায়ুন কবীরকে প্রসিকিউশন বিভাগে বদলি করা হয়েছে।