Home জাতীয় শেখ হাসিনার নেতৃত্বে সামাজিক সম্প্রীতি বিশ্বে প্রশংসনীয় : শাহজাদা এমপি

শেখ হাসিনার নেতৃত্বে সামাজিক সম্প্রীতি বিশ্বে প্রশংসনীয় : শাহজাদা এমপি

SHARE

ধর্ম, বর্ণ, জাতি ভেদে, দেশের সকল ক্ষেত্রে সামাজিক সম্প্রীতি এক বিরল দৃষ্টান্ত বাংলাদেশ। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার দেশের সম্প্রীতি আজ বিশ্বে দৃষ্টান্ত। গতকাল, গলাচিপা প্রশাসনের সম্মুখে, বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ঈমাম, ধর্মীয় নেতা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে ৮ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টায় এক সামাজিক সম্প্রিতি বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতি ছিলেন গলাচিপা উপজেলা দক্ষ নির্বাহী অফিসার (অতিঃদাঃ) মহিউদ্দিন আল হেলাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ শাহিন শাহ্, গলাচিপা থানার ওসি এম আর শওকত আনোয়ার, আ’লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ দে, সাধারন সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, সভাপতি হাজী মুজিবুর রহমান প্রমুখ।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,বনিক সমিতির সভাপতি, প্রবীণ আ’লীগ নেতা হাজী মুঃশাহজাহান মিয়া, প্রেস ক্লাব (গলাচিপা) সভাপতি, কলামিস্ট মুঃ খালিদ হোসেন মিলটন, আটখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিত কুমার দত্ত, কালী মন্দির কমিটির সভাপতি দ্বিলীপ কুমার বনিক, সাধারণ সম্পাদক তাপস দত্ত, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইসরাত জাহান আনা।
সভায়, সভাপতি ও নির্বাহী অফিসার বলেন, সামাজিক সম্প্রীতি রক্ষা করে, আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং পরবর্তী সময়ে, দেশের শান্তি শৃঙ্খলা কেউ নষ্ট না করতে পারে, সে ব্যাপারে সকল পর্যায়ের প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা।
একই অনুষ্ঠান পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলা চেয়ারম্যান এবং নির্বাহী কর্মকর্তা দ্বায়ীত্ব ও কর্তব্যে শ্রেষ্ঠ নির্বাচিত হওয়া হওয়ায় এস,এম শাহাজাদা তাদের সংবর্ধনা দেয়ার শেষে ৬ জন বীর মুক্তি যোদ্ধাদের হাতে ডিজিটাল আইডি কার্ড ও সার্টিফিকেট তুলে দেন।