মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভকে অবহিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
কাজাখস্তানের রাজধানী আস্তানায় চলমান সিআইসিএ শীর্ষ সম্মেলনের ফাঁকে রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন মোমেন। সেখানেই বিষয়টি তাকে অবহিত করেন পররাষ্ট্রমন্ত্রী।