স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, সরকার ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় আন্তরিকভাবে কাজ করছে। আক্রান্তের সংখ্যা বাড়া ও কিছু মৃত্যুতে আমরা ব্যথিত।
আজ সোমবার (২৪ অক্টোবর) সকালে বাংলাদেশ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জাতিসংঘ দিবস পালন উপলক্ষে ক্লিন আপ ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ডেঙ্গু মোকাবিলায় অভিজ্ঞতার আলোকে নতুন নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে। সিটি করপোরেশনের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। মশা মারার ওষুধ প্রয়োগসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
তাজুল ইসলাম বলেন, এ বছর আগের তুলনায় আবহাওয়ার ভিন্নতা পরিলক্ষিত হচ্ছে। থেমে থেমে বৃষ্টি হওয়ার কারণে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। এডিস মশা মোকাবিলা করতে আমাদের সচেতনতা বাড়ানোর সঙ্গে সম্মিলিত উদ্যোগ গ্রহণ অব্যাহত রাখতে হবে।
জাতিসংঘ দিবস পালন উপলক্ষে ক্লিন আপ ক্যাম্পেইন অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটের প্রধান জাতীয় কমিশনার ড. মো. মোজাম্মেল হক খানসহ জাতিসংঘের বিভিন্ন দেশের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।