দিওয়ালির পরের দিনই সিনেপ্রেমীদের উপহার নিয়ে হাজির অক্ষয় কুমার। ২৫ অক্টোবর মুক্তি পেয়েছে ‘রাম সেতু’। একটানা ফ্লপ ছবি দেওয়ার পর এই ছবি নিয়ে আশাবাদী ছিলেন অক্ষয়। ঐতিহাসিক তথা পৌরাণিক গুরুত্ব যুক্ত রাম সেতু পুনরুদ্ধারের গল্প নিয়ে তৈরি ছবির ট্রেলার চমকে দিয়েছিল দর্শককে। ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার পর এসে গেছে ‘রাম সেতু’র প্রথম রিভিউও।
কেমন হল ‘রাম সেতু’? দর্শকদের মন কি জয় করতে পারলেন অক্ষয়? সামাজিক মাধ্যমে নেটনাগরিকদের প্রতিক্রিয়া বলছে, পেরেছেন। এটি অক্ষয়ের দেয়া সেরা দিওয়ালি উপহার, বলছেন নেটিজেনরা। আট থেকে আশি সকলের দেখার মতো এবং উপভোগ করার মতো একটি ছবি বানিয়েছেন অক্ষয়।
একজন দর্শক লিখেছেন, প্রেক্ষাগৃহে রাম নামের জন্য এক অন্য রকম পরিবেশ তৈরি হয়েছে। শেষবার ‘কাশ্মির ফাইলস’ এমন মুগ্ধ করেছিল। অনেকে হাউজফুল প্রেক্ষাগৃহের ছবি শেয়ার করেছেন। কিছু ভিডিওতে দেখা যাচ্ছে, পর্দায় রাম নামের তালে তালে গেরুয়া পতাকা নিয়ে নাচছেন কিছু দর্শক।
চলতি বছরে নাগাড়ে ফ্লপ দিয়েছেন অক্ষয়। সবশেষ ছবি ‘কাঠপুতলি’ মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্মে। ‘রাম সেতু’র প্রচারে কোনো কমতি রাখেননি অক্ষয়। কিন্তু ছবির আগাম টিকিট বুকিংয়ের পরিসংখ্যান হতাশ করেছিল তাকে। তবে ছবি মুক্তি পেতে বদলে গেল সমস্ত হিসাবনিকাশ। চলচ্চিত্র সমালোচকরা মনে করছেন, ভাণো অংক নিয়ে ওপেনিং করতে পারে সিনেমাটি।
ছবিতে একজন পুরাতত্ত্ববিদের ভূমিকায় অভিনয় করছেন অক্ষয়, যিনি আগে নাস্তিক থাকলেও পরে ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসি হয়ে ওঠেন। ‘রাম সেতু’র পরেও একগুচ্ছ ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে অক্ষয়ের। তালিকায় রয়েছে— সেলফি, ওএমজি-২, ক্যাপসুল গিলের মতো ছবি।