Home জাতীয় মোদি সত্যিকারের দেশপ্রেমিক : পুতিন

মোদি সত্যিকারের দেশপ্রেমিক : পুতিন

SHARE

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসায় পঞ্চমুখ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মোদিকে ‘সত্যিকারের দেশপ্রেমিক’ বলেও অভিহিত করেছেন রুশ প্রেসিডেন্ট। পাশাপাশি মোদীর নেতৃত্বে ভারতের স্বাধীন পররাষ্ট্রনীতি এবং ‘মেক ইন ইন্ডিয়া’র দৃষ্টিভঙ্গিরও প্রশংসা করেছেন পুতিন।
মস্কোতে বার্ষিক ভালদাই আলোচনায় বক্তৃতা রাখতে গিয়ে এসব মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট পুতিন।
ভারত-রাশিয়ার সম্পর্ক নিয়ে বলতে গিয়ে পুতিন বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বের সেই নেতাদের মধ্যে একজন যিনি তার নিজের দেশ এবং জনগণের স্বার্থে স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করতে সক্ষম হয়েছেন… এই আন্দোলনে তাকে থামানোর চেষ্টা হয়েছে। তবে তিনি তার লক্ষ্যের দিকে এগিয়ে চলেছেন।’
রুশ প্রেসিডেন্ট বলেন, ‘আমি মনে করি ভারত ভবিষ্যতে একটি মহান দেশ হয়ে উঠবে। শুধু তাই নয়, বিশ্ব রাজনীতিতে তাদের ভূমিকা ক্রমেই বাড়ছে।’
পুতিন বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের কোনো অমিমাংসীত সমস্যা নেই। আমরা সবসময় একে অপরকে সমর্থন করেছি। এটা এখনও চলছে এবং আমি আশাবাদী যে ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।’
এদিকে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক প্রসঙ্গে বলতে গিয়ে পুতিন বলেন, ‘প্রধানমন্ত্রী মোদি আমাকে সারের সরবরাহ বাড়াতে বলেছেন। ভারতীয় কৃষির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি। এর প্রেক্ষিতে আমরা ৭.৬ গুণ সার সরবরাহ বৃদ্ধি করেছি।।’
রুশ প্রেসিডেন্টের কথায়, ‘ভারত যেভাবে ব্রিটিশ কলোনি থেকে একটি স্বাধীন দেশ হয়ে উঠেছে, তা সবার দৃষ্টি আকর্ষণ করে এবং বিষয়টিকে সম্মান করা উচিত। বিগত কয়েক বছরে মোদীর নেতৃত্বে ভারত অনেকটা এগিয়ে গেছে। তার মেক ইন ইন্ডিয়া প্রকল্পটি তাৎপর্য়পূর্ণ।’
ইউক্রেন যুদ্ধে ভারতের অবস্থান প্রসঙ্গে পুতিন বলেন, ‘ইউক্রেনের সংঘাতে ভারতের অবস্থান সম্পর্কে আমি অবগত এবং আমি আপনার (নরেন্দ্র মোদী) উদ্বেগ সম্পর্কেও জানি। আমরাও চাই যাতে যত তাড়াতাড়ি সম্ভব এই যুদ্ধ শেষ হয়। সেখানে যা ঘটছে সেই বিষয়ে আমরা আপনাকে অবগত করব।’
খবর হিন্দুস্তান টাইমস