Home খেলা বিশ্বকাপের আগে যে কারণে হাসপাতালে নেইমার

বিশ্বকাপের আগে যে কারণে হাসপাতালে নেইমার

SHARE

দুয়ারে কড়া নাড়ছে ফিফা বিশ্বকাপ-২০২২। কাতারে প্রথমবারের মতো পর্দা উঠতে যাচ্ছে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ এর। এই আসরকে ঘিরে প্রতিনিয়ত উত্তেজনা বাড়ছে ফুটবলপ্রেমীদের মাঝে। নানান হিসাব-নিকাশ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তারা। অপরদিকে বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিলের অনুশীলন শুরু না হলেও। নিজের প্রস্তুতি নেওয়া শুরু করেছে নেইমার জুনিয়র। ব্রাজিলিয়ান এই তারকা কাতারে নতুন ভাবে নিজেকে উপস্থাপন করার জন্য হাসপাতালে নারী চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন।
পিএসজি তারকা শুধু মাঠের পারফরম্যান্স দিয়েই আলোচিত নন। সাজসজ্জার জন্যও বেশ আলোচিত তিনি। কখনো চুলকে রঙিন করে, কখনও ট্যাটু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন ফেলেছেন এই তারকা। রাশিয়া বিশ্বকাপে প্রায় প্রতি ম্যাচেই নতুন নতুন সাজে মাঠে নেমেছিলেন এই ফরোয়ার্ড।
আন্তর্জাতিক গণমাধ্যম মার্কা জানিয়েছে, কাতার বিশ্বকাপকে সামনে রেখে নিজেকে নতুনভাবে উপস্থাপন করার লক্ষ্যে সাজগোজ শুরু করে দিয়েছেন নেইমার।